Advertisement

Biman Bose: "ধর্মের ভিত্তিতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা", কালী-মন্তব্য বিতর্কে প্রতিক্রিয়া বিমান বসুর

ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২-এর মঞ্চে মহুয়া মৈত্রের কালী নিয়ে মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। এই মন্তব্যকে কেন্দ্র করে বাংলার রাজনীতি এখন সরগরম। এব্যাপারে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ধর্মের ভিত্তিতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। যাদের স্বার্থ আছে ধর্ম নিয়ে ব্যবসা বা রাজনীতি করা তারাই এটা করছে। মানুষের বিভিন্ন সমস্যা চাপা দেওয়ার জন্যই এই ধরণের বিষয় তুলে আনা হয় বলে অভিযোগ করেন বিমান বসু।

reaction of leftfron chairman biman bose

Advertisement
POST A COMMENT