Advertisement

করোনা সচেতনতা মহম্মদ আলি পার্কে

আজতক বাংলা ভার্চুয়াল পুজো পরিক্রমাতে এবার দেখে নেওয়ার পালা মহম্মদ আলি পার্কের দুর্গাপুজো। অন্যান্য পুজো মণ্ডপগুলির মতো এখানেও করোনাবিধি মেনেই চলছে দেবীর আরাধনা। করোনা অতিমারী থেকে সচেতনতা এবং তা প্রতিরোধ, এই থিমই চোখে পড়বে এই বছর মহম্মদ আলি পার্কের পুজোয়। সম্পূর্ণ মাটির সাজের প্রতিমা এবং তার পায়ের কাছে মাটির বিভিন্ন মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে করোনা সচেতনতার বিভিন্ন পদ্ধতি।

TAGS:
    Advertisement