scorecardresearch
 
Advertisement

CPIM and Congress Protest: ‘ভোটের নামে প্রহসন-হিংসা ’, রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভে বাম-কংগ্রেস

CPIM and Congress Protest: ‘ভোটের নামে প্রহসন-হিংসা ’, রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভে বাম-কংগ্রেস

কলকাতা পুরভোটের দিনে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্তভাবে উঠে এসেছে একের পর এক অশান্তির। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তীর থেকেছে শাসকদলের দিকে। কাল এ নিয়ে বারংবার সরব হতে দেখা গেছে বিরোধী শিবিরকে। তারপরেই আজ বিরোধী শিবির কংগ্রেস ও বামের তরফে রাজ্য ইলেকশন কমিশন অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। তাদের দাবি, কলকাতা পুরভোটে ভোটের নামে হিংসা ও প্রহসন হয়েছে। তাই পুনরায় নির্বাচন করতে হবে।

KMC Election 2021 Updates, Cpim-Congress Agitation near state Election commission Office

Advertisement