Advertisement

Cyclone Remal Effects On Kolkata: ভেঙে পড়ল গাছ-উড়ল দোকানের শেড-জলমগ্ন ব্যস্ততম রাস্তা; রিমালে বিপর্যস্ত কলকাতা

ঘূর্ণিঝড় রিমালের জেরে রবিবার রাতভর বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। সোমবারও বিরাম নেই। বিপর্যস্ত শহর কলকাতাও। উত্তর থেকে দক্ষিণ কলকাতার বেশিরভাগ এলাকায় কার্যত জলে ভাসছে। রবীন্দ্রসদন, পার্ক স্ট্রিট, গড়িয়ার মতো ব্যস্ততম রাস্তা গুলিতেও জল জমে বিপর্যস্ত যান চলাচল। এদিকে ঝড়ের প্রভাবে কোথাও রাস্তার উপর ভেঙে পড়েছে গাছ, কোথাও উড়ে গিয়েছে দোকান-বাড়ি ঘরের ছাউনি। এক কথায় দুর্যোগ মানেই জল যন্ত্রণা শহর কলকাতায়। দেখুন বিপর্যস্ত কলকাতার ভিডিও।

Advertisement
POST A COMMENT