রাত ১১টার পর থেকেই ব্যাপক দুর্যোগ শুরু করতে পারে ঘূর্ণিঝড় রিমাল। ইতিমধ্যেই সাগরে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল নেমেছে। তৈরি কলকাতা পুরসভাও। এদিন সন্ধেয় পুরসভায় বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। সবাইকে পরিস্থিতির জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে তিনি বলেন,' সব বিভাগের ডিজির সঙ্গে আমি মিটিং করেছি এই দুর্যোগ নিয়ে।' ২২টি প্যাম্প সর্বদা চালানোর ব্যবস্থা করা হয়েছে। আমরা টিম কলকাতা পুরসভা প্রস্তুত রয়েছি এই বিপর্যয় মোকাবিলায়। মুখ্যমন্ত্রী সবসময় খোঁজ নিচ্ছেন খবর নিচ্ছেন। আদর্শ হিন্দু বিদ্যালয়ে লোক সরিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে বিপদজ্জনক বাড়িতে যারা রয়েছেন তাদের জন্য । জীবনকে বিপদে ফেলবেন না । সকল বোরো মিলিয়ে অনেকগুলো ক্যাম্প রয়েছে টেম্পোরারি। প্রত্যেক বোরো তে ২টি করে স্কুল নেওয়া হয়েছে মানুষ রাখার জন্য।'