Advertisement

DA Protest: ডিএ -এর ধরনামঞ্চে অচৈতন্য হয়ে পড়লেন অনশনকারী ভাস্কর ঘোষ

ডিএ-র ধরনামঞ্চে মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন আন্দোলনকারী ভাস্কর ঘোষ। আজ, বুধবার সকালে অচৈতন্য হয়ে পড়েন তিনি। আন্দোলনকারী নির্ঝর কুণ্ডু জানান, 'ভাস্কর ঘোষের শারীরিক অবস্থা ভালো নেই। তাঁর শরীরে অক্সিজেন লেভেল কমে গেছে। রক্তচাপও বেড়েছে।' আন্দোলনকারীরা আরও জানান, ভাস্কর ঘোষ হাসপাতালে যেতে চাইছেন না। তিনি জানিয়েছেন, এই সরকার দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন মঞ্চেই থাকবেন। হাসপাতালে যাবেন না। এই প্রথম নয়, এর আগেও অসুস্থ হয়েছিলেন ভাস্কর ঘোষ।

Advertisement
POST A COMMENT