Advertisement

পিপিই পরেই এবার চলল দেবী বরণ

করোনা কালে এবার সিঁদুর খেলা বন্ধ। তাই বলে মায়ের বরণ হবে না, তাতো হতে পারে না। ঠাকুরপুকুরের এক পুজো মণ্ডপে দেখা গেল পিপিই কিট পরেই মহিলারা মাতলেন মায়ের বরণে। দমশীর দিন পিপিই কিট পরেই ধুনুচি নাচেও সামিল হতে দেখা যায় তাদের।

Advertisement