ঘোড়ায় টানা রথে চড়ে চা চক্রে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। করোনা থেকে সুস্থ হবার পর এটাই ছিল তার প্রথম রাজনৈতিক অনুষ্ঠান। রাজ্য সভাপতিকে অভ্যর্থনা জানাতে প্রচুর বিজেপি সমর্থক জমা হয় বাগুইআটির জ্যাংরা অঞ্চলে। চা চক্র পরিণত হয় বিজয়া সম্মেলনীতে। বাগুইআটির জর্দাবাগান থেকে ঘোড়ার গাড়ি করে ব্যান্ড পার্টি ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জ্যাংরা বটতলায় নিয়ে আসা হয় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। যাত্রা পথে নাচের মধ্যে দিয়ে রাধা কৃষ্ণের প্রেমলীলা ফুটিয়ে তোলেন একদল নৃত্যশিল্পী।