Advertisement

Dilip Ghosh: 'সংহতির নামে হিন্দুবিরোধীদের এককাট্টা করার চেষ্টা,' মমতাকে নিশানা দিলীপের, দেখুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল নিয়ে এবার কটাক্ষ দিলীপ ঘোষের। এদিন সকালে মর্নিংওয়াকে বেরিয়ে তিনি বলেন,'আগে TMC-র মধ্যে সংহতি করুন। সংহতির নামে হিন্দু বিরোধীদের এককাট্টা করার চেষ্টা হচ্ছে। আমার মনে হয়না কোনও হিন্দু এই সংহতি মিছিলে যাবে। যারা তৃণমূলের উচ্ছিষ্ট ভোগী, যারা সিএএ পাস হওয়ার পর সারা বাংলায় আগুন জ্বালিয়েছিল, সেই সমস্ত রাষ্ট্রবিরোধীদের নিয়ে এখানে রামের বিরুদ্ধে মিছিল হবে'।

Advertisement
POST A COMMENT