Advertisement

Dilip Ghosh: মমতাকে 'বাচাল' বললেন দিলীপ, কেন ?

"যেখানে পুরো হিন্দু সমাজ আজ অসুরক্ষিত। সেখানে ১০ বা ২০ লাখ টাকার কোনও মূল্য নেই।" মুর্শিদাবাদ হিংসায় নিহতের পরিবারের মুখ্যমন্ত্রীর অনুদান ফেরানোর প্রসঙ্গে সরকারকেই নিশানা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এদিন সকালের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "টাকার বিনিময়ে সমস্ত পাপ ঢাকা যায় না। কেন এই ঘটনা ঘটছে ? একটাও প্রাণ কেন যাবে ?" পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিএসএফের নিন্দা প্রসঙ্গে তিনি আরও বলেন, " এটা তো অনেক কাশ্মীরের গল্প বলছেন। এরকম কজনকে উনি ধরেছেন যাদের বিএফ টাকা দিয়েছে ? বাঙালি ঘাসে মুখ দিয়ে চলে না। আপনার মত বাচালদের কথায় তারা আর বিশ্বাস করে না।"

Advertisement
POST A COMMENT