'গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গাস্নান করে বলছে আমি সতী। এরকম অনেক নেতা আমাদের দলে আছে। অনেক নেতাকে পুষেছে বিজেপি। রোজ যে বিছানা পাল্টায়, সে যেন বিজেপিকে নিয়ে কথা না বলে'। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে নিশানা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন,'আমাকেই হিন্দুত্ববাদী নেতা বলে লোকে মনে করে। রাতারাতি হিন্দু নেতা হতে যেও না'।