'অনেকদিন পর উত্তরবঙ্গে গেলেন। ওখানে বষ্টি হচ্ছে। ঠান্ডা আবহাওয়া। এখানে তো খব গরম'। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন,'দলে উনিই আছেন। সংগঠন উনি দেখেন। সরকারও উনি দেখেন। সরকারটা আছে কিনা উনি মাঝে মধ্যে দেখতে যান'। অপারেশন সিঁদুর নিয়ে দিলীপ জানান,ওদের কতজন সাংসদ মুর্শিদাবাদে গিয়েছে ?