'আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে সৌজন্য দেখিয়েছি। রাম মন্দির উদ্বোধনে যাননি মমতা। উনি সৌজন্য দেখাননি। আমি সৌজন্য দেখালাম'। শনিবার এই দাবি করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়,'আমি পার্টি দাঁড় করিয়েছি। অনেকে বড় বড় কথা বলছেন বিভিন্ন পার্টি থেকে এসেছে'।