'সাপের মাথাটাই থেঁতলে দিয়েছে মোদী সরকার, লেজটা নড়ছে'। শুক্রবার এই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন,'নির্বাচিত সরকারের সময় এত বড় দুর্ঘটনা হল কীভাবে? গত ৩ বছর ধরে দেড় কোটি পর্যটক যাচ্ছিল কাশ্মীর। রাতারাতি খালি হয়ে গিয়েছে হোটেল। ওখানকার মানুষ খাবে কী?'