'ইন্দিরা গান্ধীর আগে এবং পরে কংগ্রেস অনেকগুলো যুদ্ধ করেছে। তার ফল তো দেখাই যাচ্ছে। কাশ্মীর নেননি কেন? সেইসময় তো দাবি ছিল, পূর্ববঙ্গের খুলনা, যশোর জেলা আমাদের নিতে হবে। কেন নেননি? তাহলে তো বাংলাদেশ ইস্যুর সমাধান হয়ে যেত।' বললেন দিলীপ ঘোষ।