Advertisement

Dilip Ghosh On Srinjay Dasgupta Death: 'যুব সমাজে নেশার প্রভাব, তার একটা নমুনা', পুত্র-বিয়োগের পর বললেন দিলীপ

'বন্ধুবান্ধব নিয়ে রাতে পার্টি করছিল। মা-ও গিয়ে থেকে এসেছিল। মাদক নিত বলে যে কথা বলা হচ্ছে, সেটা আগে থেকেই ছিল'। পুত্র হারানোর পর বুধবার সকালে এ কথা বললেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন,'কাউন্সেলিং চলছিল বলে শুনেছি। বাকি ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে। যুব সমাজের মধ্যে নেশার প্রভাব শুনতে পাচ্ছি, এটা তার একটা নমুনা'।

Advertisement
POST A COMMENT