Advertisement

VIDEO: মোদীর জন্মদিনে একগুচ্ছ কর্মসূচি রাজ্য BJP-র

আজ, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ৭১-তম জন্মদিন (Birthday)। তাঁর জন্মদিন উপলক্ষে আজ থেকে দেশজুড়ে "সেবা ও সমর্পণ অভিযান" শুরু করছে বিজেপি (BJP)। আগামী ২০ দিন ধরে চলবে এই অনুষ্ঠান। রাজ্যেও পালিত হবে "সেবা ও সমর্পণ অভিযান"। একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "রক্তদান শিবির, দরিদ্রদের বস্ত্রদান, বাচ্চাদের শিক্ষা সামগ্রী দেওয়া, বয়স্কদের ফল দেওয়া, অনাথালয় যাওয়ার মতো সেবামূলক কাজ হবে।"

Dilip Ghosh says on PM Narendra Modi's Birthday Celebration Programs Seva and Samarpan Abhiyan

Advertisement