Advertisement

Dilip Ghosh: মমতাকে 'ঢপবাজ' বলছেন দিলীপ, দেখুন

শালবনী তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস নিয়ে এবার দিলীপের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালের সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 'দেউচা পঁচামিতে বলেছিলেন লক্ষ লক্ষ চাকরি হবে, কজন চাকরি পেয়েছেন ? ঘুরে ফিরে ওই মেদিনীপুরেই যান উনি। আর তো দেখাবার কিছু নাই। ফালতু ফালতু সৌরভকে নিয়ে বিদেশ ঘুরে এলেন। সে বেচারাকে এখন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এ ধরনের ঢপবাজির রাজনীতি পশ্চিমবঙ্গে করে করে সর্বনাশ হয়ে গেছে। মানুষ আর খাবে না এটা।'

Advertisement
POST A COMMENT