Advertisement

'চাকরিহারাদের কথা ভাবুন, খালি মন্দির তৈরি করলে হবে?' Durga Angan নিয়ে কটাক্ষ Dilip Ghosh এর

বাংলায় দুর্গাঙ্গন তৈরি হওয়া নিয়ে এবার উল্টো সুর দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে জবাব দিলীপ ঘোষের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন তোলেন, 'ওনারা যদি পুজো না করেন তাহলে, বাংলায় কী পুজো বন্ধ হয়ে যাবে ? নাকি মন্দির তৈরি হবে না ? যারা ডিএ এবং চাকরির জন্য আন্দোলন করছে তাদের কথা ভাবুন। হাসপাতাল-পুলিশ প্রশাসন কিভাবে ঠিক হবে এগুলো ভাবার দরকার আছে সরকারের। এগুলো বাদ দিয়ে খালি মন্দির তৈরি করলে হবে!'

Advertisement
POST A COMMENT