সকাল সকাল দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতে উপহার নিয়ে হাজির বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় মাহাতো সহ বিজেপি-র নেতৃত্ব। দিলীপের বাড়িতে দেখা গেল বিজেপি কেন্দ্রীয় নেতা সুনীল বনশল, মঙ্গল পাণ্ডেকেও। সুকান্ত দিলীপের হাতে উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন। দিলীপ ঘোষের মাকে প্রণাম করলেন। রিঙ্কু মজুমদারের সঙ্গে আজ রেজিস্ট্রি করে বিয়ে হচ্ছে দিলীপ ঘোষের। অনাড়ম্বর ভাবেই হচ্ছে অনুষ্ঠান। ঘনিষ্ঠদের আমন্ত্রণ রয়েছে।