Advertisement

RG Kar Protest Lal Bazar: রাত 3টে, রাস্তায় হাজার ডাক্তারের গলায় জন গণ মন, তেড়ে এল দিদির বাধ্য পুলিশ

কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ চাই এই দাবিকে সামনে রেখে লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। সোমবার দুপুরেই লালবাজার অভিযান শুরু করেন। প্রতিবাদ মিছিল শুরু করেন হাতে গোলাপ নিয়ে। আর তাঁদেরকে আটকাতে রীতিমতো তৈরি ছিল বিশাল পুলিশ বাহিনী। তৈরি করা হয় বিশাল লোহার ব্যারিকেড। কাঁদানে গ্যাস। কিন্তু কোনরকম অশান্তির পরিবেশ তৈরি হয়নি। জুনিয়র ডাক্তারদের দাবি ছিল বিনীত গোয়েলকে গোলাপ দিয়ে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে ‘বিদায়’ জানাবেন। তাঁরা স্পষ্টত জানান কোনও সংঘাতে তাঁরা যেতে চান না। শান্তিপূর্ণ ভাবে পুলিশ কমিশনারের অপসারণ বা পদত্যাগ ‌চান তাঁরা। তাই তাঁদের হাতে ছিল প্রতীকী মেরুদণ্ড আর গোলাপ।

RG Kar Protest Lal Bazar

Advertisement