Advertisement

Kolkata Tarpan 2023: মহালয়ার ভোরে শোভাবাজার ঘাটে তর্পণের ভিড়

আজ, মহালয়া। এই তিথিতে পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের সূচনা হয়। তাই এই দিনটিতে পরলোকগত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় করা হয় তর্পণ। এবছরও তর্পণের জন্য গঙ্গার ঘাটগুলিতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। কলকাতার শোভাবাজার ঘাটেও ছিল প্রচুর ভিড়। প্রথা মেনে ক'য়েক হাজার মানুষ মহালয়ার সকালে ভিড় জমিয়েছেন তর্পণের জন্য।

Advertisement
POST A COMMENT