Advertisement

Durga Puja Carnival 2022: শনিবার রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

দুবছর পর ফের এবার দুর্গাপুজোর কার্নিভাল। আর এই উপলক্ষ্যে সেজে উঠেছে রেড রোড। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। তার উপর এবছরই UNESCO হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে বাংলার প্রাণের উৎসব। তাই এবছর মেগা আয়োজন। রেড রোডে কার্নিভালে এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকতে পারেন ইউনেস্কো-র প্রতিনিধিদলের সদস্যরা। কার্নিভালে অংশগ্রহনকারী পুজো কমিটিদের ৪ মিনিট করে সময় বরাদ্দ করা হয়েছে।

Durga Puja Carnival 2022

Advertisement
POST A COMMENT