Advertisement

হাজরা পার্কে শৈশব, ছোটদের রং-পেন্সিলে দেবীর আরাধনা

করোনা সচেতনতায় কলকাতা হাইকোর্টের রায়ে মুখভার আমবাঙালির। দেবী দর্শনে রাশ টানায় হতাশ আট থেকে আশি। তাই বলে কি ঠাকুর দেখবো না তা হয়? হেঁটে নয় নেটে দেখুন, আজতক বাংলার সাথে। হাজরা পার্কের পুজো কলকাতার বড় পুজোগুলোর মধ্যে অন্যতম। এই বছর এখানকার থিম শৈশব। কয়েক'শ খুদের আঁকা ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপটি।

Advertisement