Advertisement

Bengal Teaccher Recruitment Scam: অভিষেককে CBI-র জিজ্ঞাসাবাদের দিনই কালীঘাটের কাকুর বাড়িতে হানা ED-র

শনিবার সকালে রাজ্যের একাধিক জায়গায় হানা ইডির। এদিন সকালে নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসার নাম 'কালীঘাটের কাকু' অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে পৌঁছে যায় ইডির একটি দল। এদিন সকাল সাতটার মধ্যে কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির একটি দল পৌঁছয় তাঁর বাড়ি ‘রাধারানী’-তে। বেহালার ফকির পাড়া রোডে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালছে।

ED search operation at Sujay Krishna Bhadra's House

Advertisement
POST A COMMENT