বিধানসভায় জাতীয় শিক্ষানীতি নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, জাতীয় শিক্ষানীতি রাজ্য সরকার পুরোপুরি মানেনি। এটা ভুল ধারণা। তিনি বলেন, তিন বছরের ডিগ্রী কোর্স চার বছর হওয়াতে অনেকে ভেবেছেন রাজ্য মেনে নিয়েছেন। এক্ষেত্রে রাজ্যের গঠিত একটি কমিটির সুপারিশ ছিল। এটা না করলে ছাত্র-ছাত্রীরা সর্বভারতীয় ক্ষেত্রে সমস্যায় পড়তেন। একাধিক ইস্যুতে জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যের আপত্তি আছে।