scorecardresearch
 

FIFA World Cup 2022: মারাদোনা-মেসির পোস্টারে ছয়লাপ গাঙ্গুলিবাগান, ফুটবল পায়ে উচ্ছ্বাস সমর্থকদের

FIFA World Cup 2022: মারাদোনা-মেসির পোস্টারে ছয়লাপ গাঙ্গুলিবাগান, ফুটবল পায়ে উচ্ছ্বাস সমর্থকদের

বিশ্বকাপ ফাইনাল আজ। মুখোমুখি ফ্রান্স আর আর্জেন্টিনা। টানটান উত্তেজনায় সারা বিশ্ব। কে পাবে বিশ্বকাপ। আগেরবারের বিজয়ী ফ্রান্সের কাছেই যাবে। নাকি আর্জেন্টিনা জিতবে কাপ। এই নিয়ে মজে আছে দুদলের সমর্থকরা। পিছিয়ে নেই কলকাতাও। কলকাতার গাঙ্গুলীবাগেনে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবে সকাল থেকেই সেজে উঠেছে। বাজছে গান। মেসি-মারাদোনার পোস্টারে সেজে উঠেছে এলাকা। আর্জেন্টিনার সমর্থকদের গায়ে নীল-সাদা জার্সি। খেলা শুরুর অনেক আগে থাকতেই তারা মেতে উঠেছে,বিশ্বকাপ ফাইনাল উৎসবে।

Argentina Fans at Ganguly Bagan