ফের আগুন কসবার অ্যাক্রোপলিস মলে। সোমবার সাতসকালে অ্যাক্রোপলিস মলের চারতলায় ফুডকোর্টে আগুন লাগে। জানা গিয়েছে একটি মোমো-র চেইন রেঁস্তোরা থেকে হঠাতই ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়াতে শুরু করে। তবে মলের অভ্যন্তরীণ অগ্নি নির্বাপণ ব্যবস্থার মাধ্যমেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসে যায় বলে খবর। দমকলবাহিনীকেও দ্রুত খবর দেওয়া হয়। আপাতত আগুন নিয়ন্ত্রণে আছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। অ্যাক্রোপলিস মলে বিভিন্ন দোকান ছাড়াও এর উপরের তলায় বহু বেসরকারি সংস্থার দফতর রয়েছে। সেখানে নিত্যদিন বহু অফিস কর্মী কাজ করেন। সপ্তাহের প্রথম দিনই অফিস আওয়ারের শুরুতে এমনটা ঘটায় হতচকিত হয়ে যান তাঁরা।