Advertisement

Dhakuria Fire: ঢাকুরিয়ায় ভয়ঙ্কর আগুন, ফাটছে গ্যাস সিলিন্ডার, বন্ধ দক্ষিণ শাখার ট্রেন

বুধবার দুপুরে ঢাকুরিয়ায় রেললাইনের ধারে আগুন লাগল ১৫-২০টি ঝুপড়িতে। আর তার জেরে বন্ধ শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল। আগুন লাগার পর বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে দাবি স্থানীয়দের। দুপুরের এই সময়ে শিয়ালদা দক্ষিণ শাখায় যাত্রীদের চাপ থাকে। আর সেই সময়েই এভাবে ট্রেন বন্ধ থাকায় ভোগান্তি নিত্যযাত্রীদের। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হওয়া যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অতি সম্প্রতিই ইন্টারলকিংয়ের কাজের জন্য রেল চলাচল ব্যাহত হয়েছিল। এরপর গতকাল, মঙ্গলবারও বেশ কয়েক ঘণ্টার জন্য় শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ ছিল।

Advertisement
POST A COMMENT