Advertisement

Firhad Hakim: 'নারীকে আমি মাতৃরূপে দেখি', 'মাল'-বিতর্কে পাল্টা সাফাই ফিরহাদের

রেখা পাত্র-বিজেপিকে আক্রমণ করতে গিয়ে 'মাল' বলেছিলেন ফিরহাদ হাকিম। পুরমন্ত্রীর সেই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এর প্রেক্ষিতে এদিন সাফাই দিলেন ফিরহাদ হাকিম। বললেন, 'নারীকে আমি মাতৃরূপে দেখি। হেরে ভূত, হেরো মাল- এটা হচ্ছে ভোটের ক্যান্ডিডেট, কোনও নারীর ব্যাপার নয়, বিজেপির ব্যাপার। রেখা পাত্র, তাঁকে ভদ্রমহিলা বলে সম্বোধন করেছি। তারপর বলেছি যে, ৩ লাখ ভোটে হেরে গিয়েও, হেরো মালরা অর্থাৎ বিজেপি, তারা কেসে গিয়েছে।'

Advertisement
POST A COMMENT