Advertisement

'2019 থেকে আলাদা থাকি' স্বামী কংগ্রেসে যোগ দিতেই বললেন ফিরহাদের মেয়ে

সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দর। তৃণমূলের এক জন শীর্ষ নেতা ইয়াসিরের এভাবে কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিমের মেয়ে তথা ইয়াসিরের স্ত্রী প্রিয়দর্শিনী হাকিম। রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন প্রিয়দর্শিনী। তিনি জানান, 2019 সাল থেকে স্বামী ইয়াসিরের থেকে আলাদা রয়েছেন তিনি। তাঁদের ডিভোর্সের মামলা চলছে। ইয়াসির যে কংগ্রেসে যোগ দেবেন তা তিনি জানতেন না।

Firhad Hakim Daughter Priyadarshini Hakim Opes Up On Her Husband Congress Joining

Advertisement