কয়েক মিনিটের বৃষ্টিতেই জলমগ্ন শহর কলকাতার বেশ কিছু অংশ। পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা পুরসভার কন্ট্রোলরুমে বসে তদারকি মেয়র ফিরহাদ হাকিমের। কন্ট্রোলরুমে বসেই সিসিটিভি ফুটেজের মাধ্যমে তদারকি করছেন তিনি। তিনি জানান, 'এই মুহূর্তে ভয়ের কিছু নেই। প্রত্যেকটি পাম্পিং স্টেশন ঠিকঠাক কাজ করছে।' পাশাপাশি তাঁর অভিযোগ, 'বেশ কিছু জায়গায় প্লাস্টিকের প্যাকেট ফেলার কারণে গালিপিটের মুখ আটকে যাচ্ছে। তাই জল জমে আছে। মানুষকে সচেতন হতে হবে।' অন্যদিকে মেয়র পরিষদ তারক সিংয়ের বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, 'তারক আমার দাদার মতো। আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, তিনি অসুস্থ। তাঁর সঙ্গে কথা বলে সমস্যা মিটে গেছে। আসলে কিছু নিচু তলার কর্মী রয়েছেন যারা ভুল তথ্য পরিবেশন করছেন।'