বড়বাজারের মেছুয়ার ঋতুরাজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর বড় পদক্ষেপ করল কলকাতা পুরসভা। শহরের সমস্ত রুফটপ রেস্তরাঁ আপাতত বন্ধ থাকবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'ছাদ কমন এরিয়া। এটা কেউ বিক্রি করতে পারে না। ছাদ খোলা থাকবে। যাতে নীচে আগুন লাগলে মানুষ সেখানে যেতে পারেন'।