Advertisement

'টক টু মেয়রে' অভিযোগ স্থানীয়র, বেহালায় ছুটলেন ফিরহাদ-দেখুন ভিডিও

বেহালা ১২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সনদ ঘোষাল টক টু মেয়রে ফোন কোরে অভিযোগ করেছিলেন ১২৬ নম্বর ওয়ার্ডে সরকার হাঁট লেন ও রাখাল মুখার্জী রোড এর রাস্তা বেহাল দশা ও নিকাশি নালা বেহাল ও অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে এবং একটি পুকুর রয়েছে সেটি বুজিয়ে ফেলা হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে আজ ফিরহাদ হাকিম 126 নম্বর ওয়ার্ডের পরিদর্শন করলেন ও এলাকার মানুষদের আশ্বাস দেন খুবই শীঘ্রই সমস্যা দূর হবে।

Advertisement