বিজেপির অভিযোগ "রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিভাজনকারী মন্তব্য করেছেন। সেই মন্তব্য প্রত্যাহারের দাবি জানায় তারা।"যদিও এই প্রসঙ্গে বিধানসভার মধ্যে ফিরহাদ বলেন, "বাইরের কোনও প্রসঙ্গে বিধানসভার মধ্যে আলোচনা হতে পারে না।" পরে ফিরহাদ বলেন, "ধর্ম নিরপেক্ষতার পথ থেকে আমরা কখনও সরিনি, সরবও না।"