Advertisement

Yasser Haidar Exclusive: 'কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়ার কাছে পরজীবী তৃণমূল', শ্বশুর ফিরহাদকে পাল্টা ইয়াসিরের

তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের পরই জামাইয়ের নাম না করে পরজীবী বলে কটাক্ষ করেছিলেন ফিরহাদ হাকিম। বাংলা ডট আজতক ডট ইন-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তার জবাব দিলেন ইয়াসির হায়দার। তাঁর কথায়,'এটা ওঁর ব্যক্তিগত মত। আমি পরজীবী আল্লাহর কাছে, আমার ছোট মেয়ে আয়াতের কাছে। আর তৃণমূল তো পরজীবী ইন্ডিয়া জোটের কাছে। যার নেতৃত্বে রয়েছে কংগ্রেস।' স্ত্রী প্রিয়দর্শিনীর সঙ্গে তাঁর সম্পর্ক ব্যক্তিগত বিষয় বলে কার্যত এড়িয়ে গিয়েছেন ইয়াসির।

Advertisement
POST A COMMENT