Advertisement

Dilip Ghosh: 'শাহরুখের এখন বাজার নেই তাই সৌরভ', ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইস্যুতে কটাক্ষ দিলীপের

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই চমক। রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ছেলে সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে এত বছর সময় লাগল কেন? এনিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি বলেন, "সৌরভকে চিনতে মমতা ব্যানার্জির এত বছর লাগল? নাকি খুঁজে পাচ্ছিলেন না? ঘর কা মুরগি ডাল বরাবর? ত্রিপুরা সরকার তাঁকে আগেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দিয়েছে। উনি বাংলার ক্রিকেটের জন্য এত করেছেন, তাঁকে চিনতে এতো বছর লেগে গেল? মনে হয় শাহরুখের এখন বাজার নেই। তাই সৌরভের হাত ধরে বৈতরণী পার হওয়ার চেষ্টা।"

Advertisement
POST A COMMENT