Advertisement

Vishwakarma Puja Rain Alert: বিশ্বকর্মা পুজোর সময় আকাশে উড়বে না ঘুড়ি, হবে তুমুল বৃষ্টি

বিশ্বকর্মা পুজোর আনন্দ মাটি হতে চলেছে। অন্তত তেমন পূর্বাভাসই দিল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের কারণে ওই দিন হতে চলেছে তুমুল বৃষ্টি। তাছাড়া আপাতত টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ও শুক্রবার- দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পর সাময়িক বিরতি। আবার শুরু হবে বৃষ্টি। শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে টানা বৃষ্টি হবে না। ১৬ সেপ্টেম্বর বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। বৃষ্টিপাত একটু বেশি হবে ১৭ সেপ্টেম্বর। দক্ষিণবঙ্গে আবারও ১৮, ১৯ এবং ২০ সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। ১৮ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গের হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

Advertisement
POST A COMMENT