১৯৪৭ সালের ১৫ অগস্ট আমাদের দেশ যখন স্বাধীনতা লাভ করে। যখন ক্ষমতা হস্তান্তর হয়। ঠিক সেই সময় গান্ধীজি কিন্তু দিল্লিতে নয় ছিলেন কলকাতাতেই। কলকাতার বেলেঘাটা হায়দরি মঞ্জিলে। এই হায়দারি মঞ্জিলই এখন গান্ধীভবন নামে পরিচিত। একদিকে দেশের স্বাধীনতা। আরেকদিকে দেশভাগের যন্ত্রণা। তার মাঝেই ঘটেছিল হিন্দু মুসলিমের দাঙ্গা। সেই দাঙ্গা থামাতেও গান্ধীজি এই বাড়িতে বসেই অনশন শুরু করেছিলেন। এই গান্ধীভবন সাক্ষী এরকম বহু ইতিহাসের। গ্রাউন্ড রিপোর্ট।
History Of Beleghata Gandhi Bhawan