Advertisement

Tribal Movement-Howrah Bridge Blocked: আদিবাসী মিছিলে অবরুদ্ধ হাওড়া ব্রিজ, বন্ধ যান চলাচল, কী পরিস্থিতি?

আদিবাসীদের মিছিলের জেরে অবরুদ্ধ হয়ে পড়ল হাওড়া ব্রিজ। যার জেরে সকালের ব্যস্ত সময়ে ভোগান্তিতে পড়লেন অফিসগামী মানুষজন। মিছিলের জেরে দাঁড়িয়ে রইল সারি সারি যাত্রিবাহী বাস। শুক্রবার সকাল ৯টা নাগাদ আচমকাই হাওড়া ব্রিজে শুরু হয় অবরোধ। রাস্তার উপর পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আদিবাসী সমাজের প্রতিনিধিদের। তাঁদের দাবি, কুড়মি-মাহাতরা চাইছেন জোর করে তফসিলি জনজাতির তকমা পেতে। রাজনৈতিক মদতও পাচ্ছে তারা। তারই প্রতিবাদে পথে নেমেছে ‘ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন্‌স’। হাওড়া ব্রিজ ধরে মিছিল এগোচ্ছে কলকাতার ব্রেবোর্ন রোডের দিকে। এর ফলে সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় ট্র্যাফিক মোতায়েন থাকলেও তাঁদের খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি বলে ক্ষোভ যাত্রীদের একাংশের। স্ট্র্যান্ড রোডমুখী রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প উপায়েও গন্তব্যে পৌঁছোতে পারছেন না অফিসযাত্রীরা।

Advertisement
POST A COMMENT