Advertisement

Police Medal: পুলিশ মেডেল পাচ্ছেন IPS ইন্দিরা মুখোপাধ্যায়, রাজ্য়পালের তদন্ত করেছিলেন তিনি

প্রতি বছর স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার সমাজের প্রতি সেবার স্বীকৃতি হিসাবে একাধিক পুলিশকে পুলিশ পদক দেয়। এ বছরও ভারতীয় পুলিশ সার্ভিসের 4 জন অফিসার এই স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর পুলিশ পদক পাচ্ছেন। সূত্রের মতে, সিনিয়র আইপিএস অফিসার শ্রী মুকেশ বর্তমানে বিধাননগর পুলিশের পুলিশ কমিশনার হিসাবে পুলিশ পদক পাচ্ছেন। একই সঙ্গে, আরও দুই আইপিএস অফিসার যথাক্রমে ইন্দিরা মুখার্জি, দক্ষিণ বিভাগের ডিসিপি, কলকাতা পুলিশের এবং দিব্যজ্যোতি দাস বর্তমানে তাদের প্রশংসনীয় পরিষেবার জন্য মুখ্যমন্ত্রীর পুলিশ পদক পাচ্ছেন।

Kolkata Police Medal

Advertisement