Advertisement

Jadavpur University Student Death: 'বাংলাজুড়ে চলা হিংসার ঘটনা থেকে বিচ্ছিন্ন নয়', যাদবপুরে ছাত্রমৃত্যুতে প্রতিক্রিয়া রাজ্যপালের

বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের তিন তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুণ্ডুর। কেউ বলছে স্বপ্নদ্বীপ ঝাঁপ দিয়েছে আবার কেউ বলছে রেগিংয়ের শিকার হয়েছেন তিনি। এমতাবস্থায় ছাত্র মৃত্যুর ঘটনায় যখন উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ঠিক তখনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে ক্যাম্পাসে হাজির হয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানে গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি কথা বলেন মৃত ছাত্র স্বপ্নদ্বীপ কুণ্ডুর বাবা রামপ্রসাদ কুণ্ডুর সঙ্গেও। এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, “যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ঘটনা অনভিপ্রেত। বাংলা জুড়ে যে হিংসার ঘটনা চলছে, তার থেকে যাদবপুরের এই বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা একটা বিপর্যয় ক্যাম্পাসকে হিংসামুক্ত করতেই হবে।”

Advertisement
POST A COMMENT