এসএসসির চাকরিহারাদের বিকাশ ভবন ঘেরাও অভিযানে ধুন্ধুমার করুণাময়ী চত্বর। হিমশিম খেল পুলিশ। সেই বিক্ষোভেই আটকে পড়েন বিধাননগর পৌরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। ওঠে চোর চোর স্লোগান। চাকরিহারাদের সঙ্গে তর্কযুদ্ধেও জড়িয়ে পড়েন সব্যসাচী। তাঁর নিরাপত্তারক্ষীরা গায়ে হাত তুলেছেন বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। গাড়ির সামনে শুয়ে পড়েন তাঁরা। সব্যসাচী জানান,'নিজের কাজে এসেছিলাম। চোর স্লোগান কাকে দিচ্ছে ওরাই জানে'।