Advertisement

প্রাথমিকের আসল OMR শিটও বদল! জাস্টিস গাঙ্গুলি CBI-কে ধুয়ে দিলেন | Abhijit Ganguly | CBI |Primary OMR

প্রাথমিকের উত্তরপত্রের OMR শিটে গরমিল রয়েছে। বদল করা হয়েছে ডিজিটাইজড কপিতেও। এই ইস্যুতে মঙ্গলবার, 19 সেপ্টেম্বর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-কে তীব্র ভৎর্সনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি এদিন তদন্তকারীদের কাছে কেস ডায়েরি চান। একইসঙ্গে কীভাবে OMR শিট ডিজিটালাইজেশন হয় এ সম্পর্কে রিপোর্ট চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবষিয়ে নিশ্চত হতে এজলাসে ডেকে পাঠানো হয় হাই কোর্টের জয়েন্ট রেজিস্ট্রার (তথ্যপ্রযুক্তি) কল্লোল চট্টোপাধ্যায়কে।

Justice Abhijit Ganguly on OMR sheet issue from primary recruitment scam

Advertisement