Advertisement

Justice Amrita Sinha: বিচারপতি সিনহার কাছে হেব্বি ঝাড় খেলেন শুভেন্দুর জেলার BDO

পঞ্চায়েত নির্বাচন নিয়ে বেশ ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা। এবার তাঁর রোষের মুখে পড়তে হল পূর্ব মেদিনীপুরের রামনগরের BDO-কে। তাঁকে বিচারপতির প্রশ্ন কীভাবে জয়ী ঘোষণা করা হল? বিরোধীরা তো এই নির্বাচনকে নিয়ে একটাই অভিযোগ করছে। বলছে কারচুপি, সন্ত্রাস হয়েছে। গণনার সময় ভোটে কারচুপি করে শাসকদলের প্রার্থীদের জিতিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনিক আধিকারিকদের একাংশের বিরুদ্ধে। আর এই অভিযোগ করছে বিরোধী শিবির। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই কারচুপি সংক্রান্ত একটি ভিডিও দেখানো হয়েছে। সেই ভিডিও দেখে রামনগর 2 নম্বর ব্লকের BDO-কে একের পর এক প্রশ্ন ছোঁড়েন বিচারপতি। এখানেই শেষ নয়, অভিযোগ দুই প্রার্থী চন্দনা কামিলিয়া এবং রিজিয়া বিবির ভোটও নাকি পাল্টে গেছে দুজনের সঙ্গে। এমনকী এও অভিযোগ উঠেছে জয়ী প্রার্থীকে শংসাপত্রও দেওয়া হয়নি। সেই নিয়েই আদালতে মামলা চলছিল। অমৃতা সিনহার প্রশ্ন শুনে BDO মেনে নেন, যে গণনার সময় দুই প্রার্থীর ভোট পাল্টে গিয়েছিল। তারপরেও সেখানে পুনর্গণনার আগেই একজনকে জয়ী ঘোষণা করা হয়। BDO আর জানান, ভোট ঠিক ভাবেই কাউন্ট করা হচ্ছিল। কিন্তু তথ্য রেকর্ড করার সময় বিষয়টা গুলিয়ে গেছে। সেটা পুর্নগণনার পরে ধরা পড়ে। তখনও সংখ্যাটা একই ছিল। তখন ভুল সংশোধন না করেই ফল ঘোষণা করা হয়। তাঁকে ভর্ৎসনা করতে ছাড়েননি বিচারপতি সিনহা। তাঁর প্রশ্ন BDO কীভাবে গণনার আগেই জয়ী ঘোষণা করলেন। এটা করা কি আদৌ সম্ভব? গণনা চলার সময় ভুল বোঝার পর পুর্নগণনার আগে কেন জয়ী প্রার্থীর ঘোষণা করা হল? এই দায়িত্ব কে নেবে? এই ঘটনার যে পরিণতি হবে, তার দায় কার? অমৃতা সিনহা আরও বলেন, যিনি অভিযোগ করেছেন, তিনি ঠিক কথাই বলেছেন। যদিও BDO বারবার বলেছেন ভুল গণনার জন্য়ই যত বিপত্তি ঘটেছে।

Justice Amrita Sinha on Suvendu Adhikari's Panchayat Election 2023 case.

Advertisement