ফের আগুন কলকাতায়। শনিবার সকাল ৮টা নাগাদ কৈখালির দশদ্রোণ এলাকায় একটি পাঁচতলা বাড়ির ওপরে গেঞ্জি কারখানায় আগুন লাগে বলে দাবি করছেন স্থানীয়রা। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। কেউ ভেতরে আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কী কারনে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আপাতত স্থানীয় মানুষদের নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছেন দমকল কর্মীরা।