scorecardresearch
 
Advertisement

Kite Selling: বিশ্বকর্মা পুজোর আকাশে নেই ঘুড়ি, মাথায় হাত বিক্রেতাদের

Kite Selling: বিশ্বকর্মা পুজোর আকাশে নেই ঘুড়ি, মাথায় হাত বিক্রেতাদের

করোনার জেরে গত দু'বছর উৎসবের আনন্দ সেভাবে উপভোগ করতে পারেনি সাধারণ মানুষ। ব্যতিক্রম নয় বিশ্বকর্মা পুজোও। এই পুজোতে রাজ্যজুড়ে ঘুড়ি উৎসব চলে। আট থেকে আশি সবাই ঘুড়ি ওড়ান। তবে এবার আকাশে ঘুড়ির দেখা প্রায় নেই বললেই চলে। কারণ আবহাওয়া আর করোনা প্রকোপে বদলে যাওয়া অভ্যেস। ফলে ঘুড়ি বিক্রি হু হু করে কমেছে। যার জেরে মাথায় হাত বিক্রতাদের। তাঁরা জানালেন, বাজার মন্দার কথা।

Kite Sellers Facing Financial Crisis

Advertisement