অতীতে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় উত্তর সম্পাদকীয় লেখার জেরে অনিল-কন্যা অজন্তা বিশ্বাসকে সাসপেন্ড করেছিল সিপিএম। তারআগে অজন্তাকে শোকজ করা হয়। তারপর থেকেই অজন্তার সঙ্গে দলের সম্পর্ক প্রায় ছিন্নই হয়েছিল বলা যায়। জানা যাচ্ছে এ বছর নতুন করে তাঁর সদস্যপদ নবীকরণ করেননি অজন্তা।
Ajanta Biswas does not renew her primary membership of cpim