রাজ্যে ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যু হল ঠাকুরপুকুর বাখরাহাট রোডের বাসিন্দা অনিমা সর্দারের। শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় আতঙ্কের পরিবেশ। এলাকাবাসীদের অভিযোগ, কলকাতা পৌরসভার তরফ থেকে এলাকা পরিষ্কারের কোনও রকম ব্যবস্থা নেওয়া হয় না। মৃত্যুর পরে চারিদিকে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে গেছে, এর আগে কখনও কর্পোরেশন আসেনি। অতীন ঘোষ বলেন, 'একটি শিশু ডেঙ্গিতে মারা গেছে। তার বাড়ি গিয়ে আমরা লার্ভা পেয়েছি। শহরে ২২২ বর্গ কিলোমিটার এলাকা। আর আপনারা রোজ বলেন শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু। কিন্তু যারা মারা যাচ্ছে, তারা কেউই তো এই শহরের লোক নয়। তিনি কলকাতায় আক্রান্ত হয়ে চিকিৎসা করাতে এসেছিলেন। তার মৃত্যু ঘটেছে। আমরা কলকাতা বলতে ১৪৪টা ওয়ার্ড বুঝি। সচেতনতা বাড়ানো যাচ্ছে না। বিদেশে গিয়ে দেখেছি, সেখানে আইন খুব কড়া। কড়া আইন না হলে মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে না।