সমাসন্ন দুর্গাপুজো। আর কটা মাস পরেই বাঙালির সেরা উৎসব। জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে খুঁটিপুজো। রবিবার উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী পুজো শ্যামবাজার পল্লী সংঘের খুঁটি পুজোর সূচনা করলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। এবারের থিম 'আবেশ'।